• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

লেখিকা ফাতেমা আক্তার ও তাঁর সাফল্যের গল্প

কামাল মাহমুদ জয় / ৭৩ বার পড়া হয়েছে
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

প্রতিভাবান লেখিকা ফাতেমা আক্তার সাহিত্যজগতে নিজের জায়গা করে নিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা কবিতাগুলো এবার স্থান পেয়েছে একটি সম্মানজনক যৌথ কাব্যগ্রন্থে। “কবির কাব্যে স্বপ্ন” নামে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন মোছাঃ সাথী খাতুন এবং এটি প্রকাশ করেছে ইচ্ছা শক্তি প্রকাশনী। গ্রন্থটি ২০২৫ সালের অমর একুশে বইমেলার জন্য প্রকাশিত হয়েছে।

লেখিকা ফাতেমা আক্তার এই বইটির অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর সৃষ্টিশীল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বইয়ের সাথে ইচ্ছা শক্তি প্রকাশনীর পক্ষ থেকে একটি সনদ ও একটি সার্টিফিকেট পেয়েছেন।

“কবির কাব্যে স্বপ্ন” গ্রন্থে ফাতেমা আক্তারের কবিতাগুলো তাঁর গভীর ভাবনা, সৃজনশীলতা এবং আবেগের প্রতিফলন। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও সাহিত্যকর্মে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে। লেখিকা ফাতেমা আক্তারের জন্য এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন এবং তাঁর সাহিত্যিক যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন