• শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক। Poem: The Watermark of the Heart. ✍️ Poet: Rownoka Afruz Sarkar গল্প: মায়ের হাতের ভাত, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:১৭/১০/২০২৫ কবিতাঃ প্রেম লেখিকাঃ জান্নাতুন_ফেরদৌস । দৈনিক বাংলার কথা। শিরোনাম:“শিক্ষক জাগরণের গান” রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৫/১০/২০২৫ ইনসাফভিত্তিক সমাজ ও বেতন-ভাতা নির্ধারণের গুরুত্ব, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:১৫/১০/২০২৫ শিরোনাম:শিক্ষকের বাজেট রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৫/১০/২০২৫ শিরোনাম: শিক্ষকদের জীবনের বাজেট  💐রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  💐তারিখ:১৫/১০/২০২৫

 এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব রায়হান এর নতুন গান”মায়া”

কামাল মাহমুদ জয় / ৩১৯ বার পড়া হয়েছে
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব রায়হান‍, নিয়মিত গান করছেন তিনি। রাজীব রায়হানের সুরে ও অরুণ আহমেদের কথায় মুক্তি পাবে এবারের গানটি। সম্প্রতি তার কথায় ‘মায়া’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন এই গায়ক। গানটিতে মিউজিক করেছেন এসডি সাগর।

ভিডিওতে মডেল হয়েছেন সিয়াম শেখ ও ইশিকা জাহান।

এরই মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে গান-ভিডিও নির্মিত হয়েছে। রাজীব রায়হান অফিসিয়াল মিউজিক ব্যানারে শীঘ্রই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।

মডেল সিয়াম শেখ বলেন রাজিব রায়হান ভাই এত সুন্দর গান করেন বরাবরের মতো তার গানের ভক্ত আমি।

“মায়া” শিরোনাম এর গানটি আশা করি দর্শকের খুব ভালো লাগবে। গানটিতে মডেল হওয়ায় আমার খুব ভালো লাগছে।

গানটির মধ্যে নিজের আপনজন হারিয়ে যাওয়ার যে ব্যাথাটা সেটা অনুভব করতে পারবে। সিয়াম শেখ আরও বলেন, গানে অসাধারণ পরিচালনা ও গল্প ফুটিয়ে তুলেছেন জাহিদ আকাশ ভাই এবং ভিডিও ধারন করেন, আবু নুর তুষার ভাই। অসংখ্য ধন্যবাদ রাজীব রায়হান  ভাইকে আমাকে এত সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। গানটিতে নতুনত্ব পাবেন দর্শক,আলাদা ফ্লেভারে গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।

তাছাড়া শিল্পী রাজিব রায়হান বলেন, আমার গাওয়া বেশ কয়েকটি গানের মধ্যে “মায়া” শিরোনামের গানটি অন্যতম পছন্দের তাই মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি ।

চ্যানেল লিং- https://youtube.com/@razibrayhanofficial?si=YgHSUsmKrj5GJP0B


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন