কবিতাঃ প্রেমান্ধ প্রেমিক
কবিঃ মোঃ মোবারক হোসেন ভূইয়া
আমি চোখ খুললে দেখি যাকে
চোখ বন্ধ করলেও দেখি তাকে
আকাশে তাকালে যা দেখতে পাই
মাটিতেও তার ছবি আছে খোঁদাই।
উত্তর দিক থেকে যে আওয়াজ আসে
দক্ষিণ দিকেও সে আওয়াজ ভাসে
পূর্ব দিকেও এর ব্যতিক্রম নয়
পশ্চিম দিকেও যেন সেই ধ্বনি হয়।
তার অবয়ব আর কন্ঠ
আমায় করেছে চির অন্ধ
জানিনা কোথায় কখন কবে
বাস্তবে এসে ধরা দিবে।