কবির জন্ম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন গোপালপুর (এজরাপাড়া) গ্ৰামে। তিনি মোঃ সেরাজুল ইসলাম ও মোছাঃ নয়নতারা বেগমের জ্যেষ্ঠ সন্তান। তার জন্ম ১৩ ফাল্গুন, ১৪০৬ বঙ্গাব্দ, রোজ শুক্রবার।
তিনি তার লেখায় কল্পনাপ্রসূত কবিতার চেয়ে বাস্তবমুখী কবিতাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তার কবিতায় বাস্তবতা ও যুক্তিসঙ্গত ভাব পরিলক্ষিত ও প্রতিফলিত হয়।
তিনি নিজের ভেতরের ‘আপনাকে’ সদা উপলব্ধি করে লেখার চেষ্টা করেন। লিখে যেতে চান ন্যায়ের পক্ষে, গেয়ে যেতে চান সাম্যের গান।
এ যাবৎ তার লেখা দুটি কাব্যগ্রন্থ হলো:
প্রথম: অবশেষে।
দ্বিতীয়: ইশ।
তিনি সাহিত্যের অন্যান্য শাখার চেয়ে কবিতা লিখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বর্তমানে তিনি শাহ্ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জে স্নাতক বাংলা বিভাগে অধ্যায়নরত আছেন। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।