
কবি পরিচিতিঃ
নাজমুন নাহার ০৭ই নভেম্বর ১৯৬৬ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনায় জন্মগ্রহণ করেন।
পিতা,, ডাঃ মোঃ আব্দুল বারী
মাতা,,, ময়ফুলের নেছা।
স্বামী,, প্রয়াত আনোয়ার হোসেন (বীর মুক্তিযোদ্ধা)
স্থায়ী ঠিকানাঃ
গ্রাম ঃনোয়াপাড়া।
পোস্ট অফিস ঃনোয়াপাড়া
উপজেলাঃ রামগঞ্জ জেলা ঃ লক্ষ্মীপুর।
তিনি ভাই-বোনদের মধ্যে সবার বড়। তাঁর দুটি সন্তান নাজিম বিন হোসেন ও নাবিলা নূর।
কবি বি.এ, বি.এড ডিগ্রি লাভ করেন। বর্তমানে বাংলাদেশ কেমিক্যাল
কর্পোরেশনের আওতাধীন সি ইউ এফ স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষিকা হিসেবে শিক্ষকতা কাজে নিয়োজিত আছেন। তিনি একাধারে কবি,গল্পকার,প্রবন্ধকার ও ঔপন্যাসিক।
ইচ্ছের বসতি, কবিতার নাও, হৃদয়ের সোহাগি,
স্মৃতির পাতায়, বাংলা ও বাঙালি, হৃদয়ের কথা কাব্যে গাঁথা, ছন্দলতা, ছন্দ মোহনা তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থাবলী।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।