কবি পরিচিতঃ কবি মোঃ সাইফুল্লাহ সুজন ১৯৯৭ সালে ১৫ই মার্চ নেত্রকোনা জেলা হাওরের রাজধানী মোহনগঞ্জ উপজেলাধীন ছোট পাইকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ আলতাবুর রহমান ও মাতা মোছাঃ মালেকা বেগম। তিনি
ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা জন্ম হয়।
তাই তিনি নিয়মিত ডাইরির পাতায় লিখতেন ও লিখে যাচ্ছেন। তার অসংখ্য লেখা যৌথ কাব্য গ্রন্থে, পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তিনি স্থানীয় অনুষ্ঠান ও ইসলামি ফাউন্ডেশনের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতায় উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সনদ গ্রহণ করেছেন। তিনি প্রায় ৪০০টি কবিতা ও ছড়া লিখেছেন। তিনি একেধারে কবি ও সংগঠক হিসাবে স্থান করে নিয়েছেন।
