সফল মুদি ব্যাবসায়ী নূরুল আমিন
ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়া সাত্তার মার্কেটে তার দোকান। তার ব্যবসা প্রতিষ্ঠান খুব অল্প পরিসরে শুরু করলেও এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, প্রথমে নূরুল আমিন, বেসরকারি প্রতিষ্ঠান টেক্সটাইলে সাধারণ চাকুরী করেন, চাকুরী ছেড়ে টেইলর্সের কাজ করেন কিছু দিন। পরে আন্তরিক প্রচেষ্টা ও একান্ত কর্মদক্ষতা ও গভীর মনোযোগী হয়ে আজকে একজন সফল ব্যাবসায়ী।তিনি মনে করেন ছোট পরিসরে হলেো ব্যাবসা সচ্ছলতার দুয়ার খোলতে পারে। এক্ষেত্রে সততা ও উত্তর ব্যবহার বজায় রাখতে হবে। নূরুল আমিন বাংলার কথা পত্রিকার সম্পাদক সহ সবার সুন্দর নিরাপদ আগামী কামনা করেন।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।