কবি শাহীন ইকবাল ভূঁইয়া ১৯৭৬ সালের ৪ঠা জুলাই নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঐতিহ্যবাহী মগরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম আলীবু্দ্দীন ভূঁইয়া ও মাতার নাম রওশনারা বেগম।
কবির শৈশব ও কৈশোর কাটে জন্মভূমি মগরাইল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও আত্মীয়-স্বজনের স্নেহের মাঝে। পরবর্তীতে জীবনযাত্রার প্রয়োজনে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য ময়মনসিংহ শহরে চলে আসেন।
বর্তমানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে অবস্থিত আকুয়া চুকাইতলা বড় বাড়ীতে স্হায়ী ভাবে বসবাস করছেন ।
২০২৫ সালে দৈনিক বাংলার কথা পত্রিকায় তার প্রথম কবিতা “শেষ রাতের আগে” প্রকাশিত হয়েছে। উক্ত কবিতায় তিনি তার মনোভাব সাবলীল ভাষায় প্রকাশ করেছেন।