🤱মা-বাবা (অনু কাব্য)
🖊️মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺
তারিখ:১৭/০৬/২০২৫
মা আমার ভালোবাসার বিশাল এক নদী,
বাবা যেন আকাশ, ছায়া দেন নিরবধি।
মায়ের কোল স্বর্গের চেয়ে মধুর,
বাবার ঘামেই গড়ে ওঠে ঘরদুয়ার।
মা জাগেন রাতভর সন্তানের তরে,
বাবা হাঁটেন জীবনভর সংসারের পারে।
এই দু’জন ছাড়া পৃথিবী যে শূন্য,
তাঁদের দোয়াতেই জীবন হয় ধন্য।