♥ মানুষ কেন পাখা হারালো৷♥
–মতিন
এক সময় মানুষের ও পাখাছিলো উড়েবেড়াবার৷ মানুষ যেখানে খুশি সেখানে যেতো,৷ বিশাল পাখা৷ প্রতিটা পাখায় পাঁচটা করে পালক ৷ সোনালী রুপালী আর আকাশি কালারের ৷ 
তখন অবশ্য সব প্রানী উড়তোনা, তবে কবুতরটা উড়তো মানুষের সাথে পাল্লা দিয়ে ৷ কবুতরের সাদা পালক ৷ 
একদিন কবুতর রাজা মানুষ রাজার সাথে উড়ছিলো ৷ মানুষ রাজার খুব হিংসে হলো ৷ ব্যাটা ছোট্ট প্রানী সাদা পালক নিয়া আমায় দেখিয়ে উড়ছিস ? সে মনে মনে বুদ্ধি আটলো ৷ কবুতর যখন তার পালক খুলে রাখবে তখন এটা চুরি করবে ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ পরের দিন কবুতর পালক না পেয়ে উড়তে পারলোনা ৷ মনেৱ দুঃক্ষে সে স্রষ্টার নিকট পালক চুরির বিচার চাইলো ৷ 
স্রষ্ঠা বিচারের জন্য মানুষকে হাজির করলো ৷ মানুষ পালক লুকালো মুখের ভীতর ৷ ফলে মুখের দাতগুলো সাদা হয়ে গেল ৷ স্রষ্ঠার কাছে কি লুকানো যায় ? পালক চুরির অপরাধে মানুষের পালক কেড়ে নেওয়া হলো ৷ তাই মানুষ এখন উড়তে পারেনা ৷ তবে পালক কেড়ে নেবার সময় থেকেই মানুষ চেষ্টা করছিলে উড়ার জন্য কোন যন্ত্র বানানো যায় কিনা ! আজ তারা সফল হয়েছে ৷ কবতরের পালকের রং কিছুটা বিবর্ণ হলো ৷ বাকি রং পাওয়ার জন্য আজও কবুতর মানুষের কাছাকাছি থাকে ৷ উড়তে জানলেও চলে যায়না ৷ পোষা পাখি হয়ে।