🪶 ভাগ্নি আমার হুমায়রা
🖋️ মোঃ ফরিদুল ইসলাম শেখ
নবী-পত্নী আয়েশার
কুনিয়াত ছিল হুমায়রা,
জ্ঞানে-গুণে ছিলেন তিনি
সকল নারীর শ্রেষ্ঠ তারা।
সেই নামেরই মিল রাখিয়া
নাম রাখিলাম তোমারি,
জ্ঞানে-গুণে, সৌজন্যে তুমি
হও আদর্শ নারী সবারই।
অশান্ত এই পৃথিবীতে
যেখানে শুধু কোলাহল,
সকল মিলে প্রভুর কাছে
চাই যে শান্তির ছায়াতল।
ভাগ্নি আমার হুমায়রা,
হৃদয়ে তোর আলোর দীপ্তি—
জ্ঞানের তরঙ্গে ভেসে গিয়ে
দাও চরিত্রে সুমিষ্টি।
রচনায়:আরবি প্রভাষক বলদীআটা ফাজিল মাদ্রাসা।
ধনবাড়ী, টাঙ্গাইল জেলা।