কৃতজ্ঞতার কিছু কথা…
এসকে খান কে উদ্দেশ্য করে –
অনেকদিন ধরেই আমার হৃদয়ে জমে থাকা অসংখ্য লেখা — গল্প, কবিতা, প্রবন্ধ আর অনুভবের কথা — প্রকাশের কোনও উপযুক্ত মাধ্যম খুঁজে পাচ্ছিলাম না। লেখাগুলো যেন কেবল ডায়েরির পাতায় বন্দি হয়ে ছিল, অপেক্ষায় ছিল কারও ছোঁয়ার।
ঠিক তখনই পাশে এসে দাঁড়ালেন “বাংলার কথা” পত্রিকার শ্রদ্ধেয় সম্পাদক এস কে খান। তাঁর আন্তরিকতা, সাহচর্য আর সহযোগিতায় আমার বহু লেখা পত্রিকাটির মাধ্যমে পাঠকদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি। এ এক অপার সৌভাগ্য আমার জন্য।
এই লেখাগুলো প্রকাশের মাধ্যমে আমার দীর্ঘদিনের সৃষ্টিশীল যাত্রা যেন নতুন জীবন পেয়েছে। এজন্য আমি এস কে খান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
তবে একান্তই ব্যক্তিগত অনুরোধ — এত বেশি লেখা একসাথে প্রকাশিত হওয়ায় অনেকের কাছে বিষয়টি বিরক্তির কারণ হতে পারে, এই আশঙ্কা আমার নিজের মধ্যেও আছে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি — প্রতিদিন সর্বোচ্চ একটি বা দুটি লেখা পোস্ট করবো, এর বেশি নয়। আপনাদের ভালোবাসা আর সহ্যশক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই সামান্য ভারসাম্য রক্ষা করার চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে।
সবশেষে, “বাংলার কথা” পত্রিকা ও তার সম্পাদকের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানিয়ে বলি — আপনাদের পাশে পেয়ে আমি কৃতার্থ।
— আপনার শুভাকাঙ্ক্ষী,
🪶মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১৮/০৬/২০২৫