একটি জানালা দুটি মন পর্ব ১৬
লেখক: আরাফাতুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসার পরদিন সকাল।
চাচার বাসায় যেন একটা হালকা উৎসবের আমেজ। সকালের নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে। চাচি রুটি ভাজছেন, আর আরাফাতের মা টেবিলে বাটি গুছিয়ে দিচ্ছেন।
মাহিয়া চুপিচুপি বলে ওঠে: — "মা, আজকে কিন্তু বিশেষ টেবিল! প্রেমিক-প্রেমিকা একসাথে নাস্তা করবে!"
চাচা হেসে ফেলে, — "আমরা প্রেম করলে কেউ দেখত না, এখনকার প্রজন্ম এক চুমু খেলেও ছাদ কাঁপে!"
সবাই হো হো করে হেসে ওঠে।
আরাফাত আর সাহিদা দুইজনেই মাথা নিচু করে বসে, কিন্তু মুখে দুষ্টু হাসি লুকানো যায় না
চাচা বলছেন চাচিকে: — “মেয়েটা বেশ ভালো, শান্ত আর ভদ্র। দেখেছো কী যত্ন করে ওদের রুম গুছিয়েছে?” চাচি হাসলেন, — “হ্যাঁ, আর ছেলেটাও যেন বদলে গেছে একদম। প্রেমের শক্তি বুঝি একেই বলে!”
মাহিয়া পাশ থেকে শুনে বলে: —আব্বু আম্মু প্রেমটা তো আমাদের চোখের সামনে বাড়ছে… মনে হচ্ছে টেলিফিল্ম লাইভ দেখছি!”
সবাই হেসে ফেলে।
---
দুপুর – বন্ধুদের ঝাঁক
জাহিদ, হাফিজ আর নিশান হুট করে চলে আসে বাসায়।
হাতে রসমালাই আর বিরিয়ানি।
জাহিদ বলে: — “তোমাদের মধুচন্দ্রিমার গল্প শুনতেই এলাম!” আর হাফিজ বলে: — “ভাই, ছবি তো দিস নাই! রিসোর্টে কী কী করেছিস, সব বলতে হবে…”
সাহিদা হেসে ভেতরে চলে যায়। আর আরাফাত বলে: — “চুপ! একদিন তোদেরও হবে… তখন বুঝবি সমুদ্রের পাশে ভালোবাসা কেমন লাগে!”
বন্ধুরা হো হো করে হাসে।
---
রাত – ছাদে আরাফাত-সাহিদার রোমান্টিকতা
সবার খাওয়া শেষ, আলো নিভে আসছে।
তারা উঠে যায় ছাদে।
আকাশে চাঁদ, চারপাশে নিস্তব্ধতা।
সাহিদা আস্তে এসে আরাফাতের পাশে দাঁড়ায়।
— “আর কতদিন এইভাবে এক ছাদের নিচে, অথচ আলাদা ঘরে?” — “এভাবেই যতদিন লাগে… কারণ প্রতীক্ষা কখনোই ব্যর্থ হয় না।”
সাহিদা হেসে বলে: — “আজ তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে… শুধু একবার।”
আরাফাত বলল না কিছুই, শুধু তার পাশে একফালি জায়গা ছেড়ে দিল।
সাহিদা মাথা রাখল তার কাঁধে।
তারপর ফিসফিস করে বলল: — “তুমি ঘুমিয়ে পড়লে আমি তোমাকে ছুঁয়ে দেখি। কিন্তু আজ… তুমি জেগে, তবুও স্পর্শ করছি। কেমন অনুভব হচ্ছে?”
আরাফাত হেসে ফেলে, — “মনে হচ্ছে, চোখ বন্ধ করলেই তুমি—চোখ খুললেও তুমি।”
এমন মুহূর্তে মাহিয়া আর তিশা ছাদে উঠে আসে।
মাহিয়া বলল, — “এই যে! কাঁধে মাথা রাখলে তো বিয়ের ১০% রিহার্সাল শেষ!”
তিশা বলল, — “নেক্সট স্টেপ—কপালে টিপ আর সানগ্লাস পরা ছবি!”
সাহিদা লজ্জায় পেছনে লুকিয়ে পড়ে।
আরাফাত হেসে বলে: — “তোমরা থাকলে প্রেমেও কমেডি আসে…”
---
রাত গভীর – সাহিদা লিখছে ডায়েরিতে
> “এই শহর, এই আকাশ, এই সন্ধ্যা…
আরাফাত শুধু নাম নয়, আমার বিশ্বাসে
র প্রথম পৃষ্ঠা।
আর আমি… তার প্রতিটি লাইনের চুপচাপ প্রেমিকা।”
চলবে...
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।