• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
🎉 অবশেষে হাতে এলো ‘টক অফ দ্য টাউন’! 🎉 🍯 গল্প: “মধু মিয়ার ভালোবাসা” রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৮/১০/২০২৫ শিরোনাম:ঈমানের বিনিময়ে দালালি — এক আত্মঘাতী লেনদেন। রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:২৮/১০/২০২৫ ছোট গল্প:অকৃতজ্ঞ বন্ধু রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৮/১০/২০২৫ সুখবর… সুখবর….ফুটওয়্যার শিল্পে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ: ভাতা ও চাকরির নিশ্চয়তা সহ ভর্তির সুযোগ। গল্প: মর্যাদার মাপকাঠি(ঠ্যাং এর নিচে) লেখক: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৭/১০/২০২৫ ভ্রমণ কাহিনী:কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺  তারিখ:২৭/১০/২০২৫ শিরোনাম:ও আমার প্রিয়তমা স্ত্রী, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:২৭/১০/২০২৫ শিরোনাম:ছকিনার টোস্টের গল্প তারিখ:১৭/১০/২০২৫ 💐 শিরোনাম:আলতাদীঘির সোহাগীর  বাতি🕯️ , রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৬/১০/২০২৫

আমি তবু নেশা করিনি

Reporter Name / ৩২ বার পড়া হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আমি তবু নেশা করিনি
** মতিন শাহানা**

অনেক চেষ্টা করেও ঘুম ধরছেনা লতা ৷
বারোটা বাজতে তিন মিনিট ;
মধ্য রাতে আমি বড় অসহায় ,
আমার মাথার ভীতরের কোষ- কনায়,
একটা বাক্য সবসময় এসে
তার অর্থ খুজে চলছে ৷
আমি ঘুমোতে পারছিনা -লতা ৷
আজ উনিশ বছরে এসে-
তোমার উচ্চারিত সেই বাক্যটি
আবার তার অর্থ জানতে চায় ৷
আমি তবু নেশা করিনি ;
তোমাকে চেনাব বলে চশমা পড়িনি ৷
তোমার বাড়ির সেই জানালাটা
আজ আবার আমার ঘুমের মধ্যে
এসে যোগ্যতা খোজ করে লতা ৷
আমি আর সবুজ জামাটা পড়িনা ;
ওটা তার স্থান খোজ করে ৷
সবুজ মাঠে অথবা উচু মাটির ঢিবির উপরে
দুই হাত মেলে ধরে;
আর থাকতে পারিনা ৷
কারন – তোমাৱ বাক্যের মতন,
সে স্বাধীনতা খোজ করে ৷
অর্থহীন বাক্য, যোগ্যতাহীন অনুভূতি,
আমায় ঘুমতে দেয়না লতা ৷
তবু তোমাৱ ফিরে আসার আকুতি
আমার ভাবনায় – যার নেই কোন যোগ্যতা ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন