
আমি তবু নেশা করিনি
** মতিন শাহানা**
অনেক চেষ্টা করেও ঘুম ধরছেনা লতা ৷
বারোটা বাজতে তিন মিনিট ;
মধ্য রাতে আমি বড় অসহায় ,
আমার মাথার ভীতরের কোষ- কনায়,
একটা বাক্য সবসময় এসে
তার অর্থ খুজে চলছে ৷
আমি ঘুমোতে পারছিনা -লতা ৷
আজ উনিশ বছরে এসে-
তোমার উচ্চারিত সেই বাক্যটি
আবার তার অর্থ জানতে চায় ৷
আমি তবু নেশা করিনি ;
তোমাকে চেনাব বলে চশমা পড়িনি ৷
তোমার বাড়ির সেই জানালাটা
আজ আবার আমার ঘুমের মধ্যে
এসে যোগ্যতা খোজ করে লতা ৷
আমি আর সবুজ জামাটা পড়িনা ;
ওটা তার স্থান খোজ করে ৷
সবুজ মাঠে অথবা উচু মাটির ঢিবির উপরে
দুই হাত মেলে ধরে;
আর থাকতে পারিনা ৷
কারন - তোমাৱ বাক্যের মতন,
সে স্বাধীনতা খোজ করে ৷
অর্থহীন বাক্য, যোগ্যতাহীন অনুভূতি,
আমায় ঘুমতে দেয়না লতা ৷
তবু তোমাৱ ফিরে আসার আকুতি
আমার ভাবনায় - যার নেই কোন যোগ্যতা ৷
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।