🖊️মাতৃ বিয়োগ 🌺
🦜মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺
🪷তারিখ:০৫/০৭/২০২৫
প্রিয় বন্ধু, জানি এ শোক অপার,
জননীরে হারানো যে কী ব্যথা, কী জ্বালা!
হৃদয়বিদারক এ দুঃখের আঁধার,
স্মৃতিরা সব যেন বিষাদেরই মালা।
জেনো, মৃত্যু তো নয় শেষ কোনো ক্ষয়,
এ যে এক নতুন জীবনের দ্বার।
আল্লাহরই বিধান, নেই এতে সংশয়,
জান্নাতের পথে মাগো, অনন্ত বিহার।
ধৈর্য ধরো বন্ধু, সবর করো তুমি,
আল্লাহরই হাতে সব, তাঁরই তরে কাজ।
দু’হাত তুলে চাও, এই ধূলির ভূমি,
মায়ের জন্য করো রহমতের আওয়াজ।
কঠিন এ পথ জানি, তবুও তো হাঁটা,
মায়ের জন্য করো দোয়া অবিরাম।