দেশে দেশে যুদ্ধ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
দেশের সঙ্গে দেশের দ্বন্দ্ব
যুদ্ধ করছে বেশ,
রক্তের হোলি খেলছে রাজা
প্রজার জীবন শেষ।
সবার উপর মানুষ সত্য
মানুষ মুক্তি পাক,
চোখের জলে মানুষ ভাসে
জীবন ভেসে যাক।
স্বাধীন যারা মুক্ত পথিক
খুশির সীমা নাই,
রক্তের খেলা চলছে ভবে
সকল দেশে ভাই।
ঝগড়াঝাটি দ্বন্দ্ব সংঘাত
চাইনা মোরা আজ,
আমজনতা আমরা সবে
শান্তির ধরা সাজ।
খাঁটি দীলের আঁটির মধ্যে
মানবতার গুণ,
ওরে বেভুল মানুষ তোরা
ধর্মের কথা শোন।
মানুষ রূপী রক্ত চোষক
হিংস্র পশু সব,
স্বভাব ভালো করার জন্য
নির্ভর কর রব।
মোঃ নজরুল ইসলাম
রাঙ্গুনিয়া চট্টগ্রাম।