✍️বলদীআটা ফাজিল মাদ্রাসা
🪷রচয়িতা: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১৮/০৭/২০২৫
ধনবাড়ীর বুকে এক শান্তির অঙ্গনা,
বলদীআটা গ্রামে জ্বলছে দ্বীনের দীপজ্বলা।
শিক্ষার আলোয় উদ্ভাসিত পথ,
জ্ঞান আর আদর্শ গড়ে তোলে মোদের ঐক্য-নির্ভর জগত।
বলদীআটা ফাজিল মাদ্রাসা নাম তার গর্বের,
ইলমে দ্বীনের পাঠশালা, কল্যাণের পরশ বয়ে।
সুন্নাহ ও কুরআনের জ্ঞান ছড়ায় চতুর্দিকে,
এই মাদ্রাসা যেন বাতাসায় সুবাসেরই নিকে।
ছাত্র-ছাত্রীরা পড়ে যেথা ইখলাস ও আদবে,
সত্যের অনুরাগ জাগে মনে সদা সদা সে স্বপ্নে।
আদর্শ মানব গড়ে তোলার পবিত্র সে কারখানা,
যেখানে শিক্ষা মানে শুধু নয় পরীক্ষার বাহানা।
ক্লাসে বসে শেখে যারা নবীর জীবনধারা,
আখিরাতে সফল হবার চেষ্টায় আছে যারা।
বলদীআটার শিক্ষাঙ্গন এক আশীর্বাদ মহানের,
দ্বীনি ইলমে অগ্রণী, গর্ব মোদের সকলের প্রাণের।
হে প্রিয় পাঠক, হে দ্বীনপ্রেমী ভাই,
চোখ মেলে দেখো এই মাদ্রাসা, তুলনা তার নাই।
তুমি আমি সবাই মিলে গড়ে তুলি সাথী,
দ্বীনের এই বাগানে ফুটুক জ্ঞানের শত শত পাঁপড়ি।