🌺শিরোনাম: সদ্য ফোটা ফুল
✍️কলমে: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼
🕐তারিখ:২৩/০৭/২০২৫
ভর দুপুরে হঠাৎ যেন নামলো এক ঘোর অন্ধকার,
কান্না চাপা হৃদয়জুড়ে, ব্যথায় হয়ে চিরতর কার।
স্কুলবাড়িতে হাসিখুশি, খেলায় মেতে ছিল যারা,
এক পলকে নিভে গেল সব, পোড়া ছাইয়ে হল ধরা।
ঘন্টার সুরে ফিরবে ঘরে—এই ছিল যে আশা,
আর্তনাদে কেঁপে উঠল—ভেঙে গেল সে ভাষা।
সদ্য ফোটা ফুলের গন্ধে ভরে যেতো বেলা,
আজ সেই ফুল আগুন খেয়ে, হয়ে গেলো মেলা।
বুকের মানিক হারিয়ে মায়েরা নিঃস্ব আজ,
চোখের জলে ডুবে গেছে জীবনের সব সাজ।
মাটির ঘ্রাণে লুকিয়ে আছে কান্নার এক ধারা,
প্রত্যেক বাড়ি যেন এখন শোকের এক তারা।
চোখে তাদের আগুন জ্বলে, স্বপ্নগুলো মৃত,
একটা ক্ষণে থেমে গেলো—সবকিছুই ঋতু।
বৃষ্টি এলেও ধুতে পারে না পোড়া সেই ক্ষত,
এই বেদনা হৃদয় চিরে বাজায় মৃত্যুর নৃত্য।