• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
🎉 অবশেষে হাতে এলো ‘টক অফ দ্য টাউন’! 🎉 🍯 গল্প: “মধু মিয়ার ভালোবাসা” রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৮/১০/২০২৫ শিরোনাম:ঈমানের বিনিময়ে দালালি — এক আত্মঘাতী লেনদেন। রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:২৮/১০/২০২৫ ছোট গল্প:অকৃতজ্ঞ বন্ধু রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৮/১০/২০২৫ সুখবর… সুখবর….ফুটওয়্যার শিল্পে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ: ভাতা ও চাকরির নিশ্চয়তা সহ ভর্তির সুযোগ। গল্প: মর্যাদার মাপকাঠি(ঠ্যাং এর নিচে) লেখক: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৭/১০/২০২৫ ভ্রমণ কাহিনী:কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺  তারিখ:২৭/১০/২০২৫ শিরোনাম:ও আমার প্রিয়তমা স্ত্রী, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:২৭/১০/২০২৫ শিরোনাম:ছকিনার টোস্টের গল্প তারিখ:১৭/১০/২০২৫ 💐 শিরোনাম:আলতাদীঘির সোহাগীর  বাতি🕯️ , রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৬/১০/২০২৫

রাস্তা যেনো মরণফাঁদ

মোহাম্মদ জালাল উদ্দিন / ৭৮ বার পড়া হয়েছে
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাস্তা যেনো মরণফাঁদ

বিভাগীয় প্রতিনিধি :
মোহাম্মদ জালাল উদ্দিন

মরিচখালি বাজার থেকে পূর্বদিকের বাস্থা উরদিঘী উচ্চ বিদ্যলয়ের গেইট থেকে একটু সামনে রাস্থার এমন বেহালদশা বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে লোকজন। রাস্তার এ অংশটুকু দেখলে ছোটনদী বা খালের মতো মনে হবে। স্কুল মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রী সহ উরদিঘী, দড়িগাঙ্গাটিয়া, ভাটিগাঙ্গাটিয়া, ডুমকান্দি, সুতার পাড়া সহ গ্রামগুলোর লোকেরা চলাচলের জন্য এটিই একমাত্র রাস্তা। কিশোরগঞ্জ শহরের সাথেও যোগাযোগের জন্য এই রাস্তাটিই ব্যাবহার করে এলাকাবাসী। বিকল্প কোন রাস্তা নাই। তাই জনগণ বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে, দুঃখজনক হলেও সত্য প্রতিদিন অটোরিকশা গুলো উল্টে যাওয়া সহ কোন না কোন দূর্ঘটনার শিকার হচ্ছে। বর্ষা মওসুমে মরিচখালি বাজার থেকে শহরআলী মোড় ফেরি ঘাট পর্যন্ত অটোরিকশা গুলো চলাচল করে। রাস্তায় গর্ত হওয়া অংশটুকু জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কার করার জন্য কর্তৃপক্ষ ও সমাজের সচেতন নাগরিকদের একান্ত সুদৃষ্টি কামনা করছি।
একটি সুন্দর রাস্তার জন্য ইউনিয়নবাসী যুগযুগ ধরে প্রতিক্ষায় প্রহর গুনে আসছে কিছুটা উন্নতি হলেও এখনো দড়িগাঙ্গাটিয়া ও ভাটিগাঙ্গাটিয়া যোগাযোগ রক্ষা হয়নি। এটি খুবই দুঃখজনক দুটি গ্রামে দৈনিক বাজারে যেতে আজও পূর্নাঙ্গ গাড়ি চালিত রাস্তা পেলনা। ইউনিয়ন প্রতিনিধিরা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারলেও রাস্তার পরিবর্তন আনতে পারেনি কেন? এমনটিই জনমনে প্রশ্ন জাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন