আপনি আমার পৃথিবী হবেন?
এইচ.এম. মোশাররফ হোসাইন
আপনার দিকে তাকিয়ে আমি অনেক কিছু বলতে চেয়েছি…
অথচ কিছুই ঠিক করে বলা হয়নি কখনো।
ভালোবাসি বলার সাহস হয়নি,
ভালোবাসা ছাড়াও কত কথা ছিলো বলার,
তার কোনোটাই বলা হয়নি।
কেবল চুপচাপ, নীরব চোখে দেখেছি আপনাকে।
হয়তো আপনি টেরও পাননি…
কিন্তু আজ…
আজ আমি আর চুপ থাকতে পারি না।
আজ আমি নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখা
সব কথা একটা মাত্র প্রশ্নে গেঁথে আপনাকে বলতে চাই.
আপনি আমার পৃথিবী হবেন?
হ্যাঁ, ঠিক এই কথাটাই…
এই একটি বাক্যে আমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন,
আমার ভাঙা রাত, আমার সাদা দিন,
সবকিছু গুঁজে দিয়েছি।
আমি চাই না, আপনি শুধু আমার প্রেম হোন,
আমি চাই আপনি হোন আমার ঘর।
যে ঘরে আমি প্রতিদিন ফিরবো,
যে ঘরে দুঃখ লুকাতে পারবো,
যে ঘরে আপনার স্পর্শে আমি শান্তি খুঁজে নেবো।
আপনি কি জানেন, আমি আপনাকে কেবল ভালোবাসি না.
আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই।
চাই, আপনি হোন আমার সকালের সূর্য,
আমার রাতের শেষ নিঃশ্বাস,
আমি চাই, আপনার রাগ, অভিমান, ভালোবাসা।
সবকিছুর অংশীদার হতে।
পৃথিবীতে সবাই কাউকে না কাউকে ভালোবাসে,
কিন্তু সবাই কি পায়?
আমি পেতে চাই না শুধু,
আমি দিয়ে যেতে চাই সবটুকু।
আপনাকে ঘিরে আমি পৃথিবী সাজাতে চাই.
তাই বলছি…
না, বলছি না, অনুরোধ করছি,
আপনি কি আমার পৃথিবী হবেন?
একটি ‘হ্যাঁ’ মানে হবে
আমার প্রার্থনার কবুল হয়ে যাওয়া,
আর যদি ( না )বলেন…
তাহলে আপনি হয়তো পৃথিবী হবেন না,
কিন্তু বিশ্বাস করুন,
আপনি চিরকাল হয়ে থাকবেন.
আমার পৃথিবী হারানোর গল্প।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।