আসিবে সুজন
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ভালো বাসিবার আসিবে সুজন
আগে থেকে তাই সাজ,
মনের আকাশে আঁধার নাশিবে
প্রেমেতে মাতিব আজ।
প্রেমের জোয়ার ভাটার খেলায়
দুজনার দিকে চেয়ে,
মোহনায় বসে মনের ঘরের
জানালায় যাব নেয়ে।
তার ভালোবাসা দেহ মনে চায়
পথ চেয়ে রই বসে,
কখন আসিবে সুজন আমার
বাসিব প্রেমের রসে।
দেশ বিদেশের নানা কিছু সাথে
সুজন ভাগ্য লেখা,
বহুদিন ধরে পথ চেয়ে কাটে
আজ হবে তার দেখা।
আজকে খুশির সাজ যে সেজেছি
আসিবে সুজন ঘরে,
মনের কালিমা সব ঝেরে ফেলে
থাকি যেন হাত ধরে।
#. তিনচৌদিয়া, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল -01825028026/01743789740