বিমূর্ত স্বাধীনতা
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
অধিকারের ঘাটতি হলে
বাঙালীগণ মিছিল করে,
মিছিল করে দাবির কথা
হাতে নিশান উড়ায় ধরে।
স্লোগান মুখর জাতি বলে
বাঙ্গালীদের পরিচয় বেশ,
দাবির মুখে কতো লড়াই
ইতিহাসের পাতাতে রেশ।
সাতচল্লিশে দেশভাগের
নিরবে সব মানুষ লড়ে,
বায়ান্ন সাল মাতৃভাষার
অন্য রকম দাবির পরে।
চুয়ান্ন সাল যুক্ত-ফ্রন্টের
সংবিধানের খসড়া হলে
ছাপ্পান্ন-রই মার্শাল ল’য়ে
আইয়ুবীয় শাসন চলে।
বায়ান্ন সাল ভাষা মিছিল
ছেষট্টি সাল ছয় দফাতে,
অসহযোগ আন্দোলনের
উনসত্তুরে পাক তফাতে।
সত্তুরে হয় নির্বাচন ভাই
বাংলাদেশের স্বাধীনতা,
তিরিশ লক্ষ শহীদ হলো
মানেনা তাই অধীনতা।
বাকশালি ঐ আইন গেল
সৈন্য শাসন বারণ হলো,
গণতান্ত্রিক বাংলাদেশটা
বেটা বেটির কথা বলো।
জুলাই মাসে ছত্রিশ ফের
কোটা বাতিল দাবি উঠে,
স্বাধীন দেশে স্বাধীনতার
অন্যরকম স্বাদে ছুটে।
স্বাধীনতার লাল সূর্যটার
অমূল্য ধন সম্পত্তি ভাই,
স্বাধীনতা রক্ষা করতেই
বাঙালীরা মিছিলে তাই।
#.
গ্রাম – তিনচৌদিয়া,
ডাকঘর – পোমরা,
উপজেলা – রাঙ্গুনিয়া,
জেলা – চট্টগ্রাম
বাংলাদেশ।
মোবাইল –
01825028026/
01743789740