ভাই ও বোনের বন্ধন
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
একটি ডালের দুইটি পাতা
একটি যদি ঝরে,
ভাই ও বোনের সুখ সম্পর্ক
বুঝবে কেমন করে?
পিতা মাতার আশার প্রদীপ
সন্তান জন্মের পর্বে,
উত্তর পুরুষ রক্তের বন্ধন
রক্ষা করার গর্বে।
পিতা মাতার আদরের ধন
এই জগতের মাঝে,
আপন সন্তান ছেলে মেয়ে
সংসারে ফুল সাজে।
সুখ ও দুঃখের ভবের জীবন
লড়াই করে গড়ে,
ভালো মন্দের দ্বন্দ্বের কালে
হাত বাড়িয়ে ধরে।
বোনের দুঃখ বিনাশ করতে
ভাই হয় পাগলপারা,
ভাইয়ের দুঃখ নাশ করিতে
বোন হয় হন্য হারা।
#. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল – 01825028026