মেঘ বালিকা আসছে
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
নীল আকাশে মেঘ বালিকা
বাতাসে ভেসে বেড়ায়,
মেঘের আঁড়ে রবির আলো
আছে আপন ডেরায়।
কালো মেঘের ভেলায় চড়ে
মেঘ বালিকা আসছে,
অঝোর ধারা ঝরবে ভবে
বিজলি মেরে হাসছে।
মেঘের সাথে জোর গতিতে
বাতাস ভারী বইছে,
ভুবন মাঝে বৃষ্টি ফোঁটা
মাটির কথা কইছে।
মেঘের সাথে মেঘের ভেলা
বিজলি মেরে চলছে,
হাওয়া বহে জোর গতিতে
ঝড়ের কথা বলছে।
মেঘের ফাঁকে বিজলি রেখা
করছে অনা সৃষ্টি,
কাজল কালো মেঘে গর্জে
ঝরবে ভবে বৃষ্টি।
#. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল – 01825028026