ইসলাম মানে শান্তি
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ইসলাম এলো শান্তির তরে
এই ধরণীর মাঝে,
চতুর্পাশের অশান্তি আজ
সময় যাচ্ছে বাজে।
মুসলিম জাতি পরিচয় বেশ
ইসলাম শান্তির ধর্ম,
সত্য ন্যায়ের পথের পথিক
নিষেধ খারাপ কর্ম।
ইসলামি শান নিয়ম কানুন
জগত জুড়ে সেরা,
শান্তির শীতল ছায়ার তলে
ইসলাম ধর্ম ঘেরা।
ইসলাম ধর্ম মানতে পারলে
জীবনের হয় শান্তি,
তাঁর ছায়াতে জীবন থেকে
দূর হয়ে যায় ভ্রান্তি।
ধর্মের আলো জ্বলে উঠলে
অশান্তি রয় দূরে,
জীবন কাটবে পরম সুখে
মিষ্টি মধুর সুরে।
#. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল – 01825028026