সূর্য যখন অস্তগামী, পথ হারানো আমি,
ঝড়ের রাতে খবর রাখে, সে অন্তর্যামী।
নেই কোনো আশ্রয়, কেবল নিবিড় অন্ধকার,
হঠাৎ দেখি একটি আলো, পথ দেখায় আবার।
তুমি ছিলে সেদিনের সেই, আমার নতুন আশা,
রেখে ছিলে হাতে হাত, দিয়েছিলে ভালোবাসা।
ভুলে গেছি জীবনের সব, সকল কঠিন সময়,
তোমার তরে পূর্ণ হলো, শূন্য এ হৃদয়।
তোমার ঐশ্বরিক স্পর্শে যেন, জীবন ফিরে এলো,
নতুন করে বাঁচতে শিখি, তুমি ছিলে আলো।
কেমন করে ভুলি সে দান, সেই অপার মমতা,
আমার প্রাণে জাগে সদাই, অসীম কৃতজ্ঞতা।
তোমার দানে পেলাম জীবন, পেলাম বাঁচার স্বাদ,
আঁধার থেকে তুলে নিলে, দূর করে অপবাদ।
ক্ষমা করে দিও প্রভু, যদি ভুলি তোমার ঋণ,
অন্ধকারে ফেলো না আমায়, কোনো একদিন।
প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, স্মরণ করি মনে,
যা পেয়েছি এই জীবনে, সব তোমারই দানে।
হৃদয় থেকে বলি, তুমিই আমার ত্রাণকর্তা,
গ্রহণ করে লও গো প্রভু, এই ক্ষুদ্র কৃতজ্ঞতা।
~@বিপুল…..