বইপ্রেমী এবং সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য একটি দারুণ খবর!
আগামী ৩১শে আগস্ট, লেখনি সাহিত্য সংসদের উদ্যোগে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ “সৃষ্টির ক্যানভাস” এর জমকালো মোড়ক উন্মোচন ও সাহিত্য আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত জাগ্রত কবি আল্লামা মুহিব খান এবং সভাপতিত্ব করবেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রধান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন
জনাব জসিম উদ্দিন কাজল খান। (বিশিষ্ট শিল্পপতি ও সাহিত্যের অনুরাগী)
জনাব শফিউল্লাহ আনসারী ( কবি ও সাংবাদিক)
জনাব তাজ ইসলাম (সাহিত্য আলোচক)
জনাব খলিলুর রহমান (বিশিষ্ট সমাজসেবী)
সহ দেশের বরেণ্য সাহিত্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
স্থান: সৃষ্টি সেন্ট্রাল প্রিক্যাডেট স্কুল, জামিরদিয়া মাষ্টারবাড়ী, ভালুকা, ময়মনসিংহ।
কবিতার এই বিশেষ আয়োজনে যোগ দিয়ে অনুষ্ঠানটিকে সফল করতে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। সবার জন্য উন্মুক্ত, তাই অবশ্যই চলে আসবেন!
#সৃষ্টিরক্যানভাস #লেখনিসাহিত্যসংসদ #আল্লামামুহিবখান #সাহিত্যঅনুষ্ঠান #ভালুকা
