জীবন্ত মূর্তি
– রাসেল মন্ডল
(নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত)
জীবন যখন থমকে দাঁড়ায়; কালো মেঘের কোণে,
কেমন যেন নাটকীয়তা চলতে থাকে জীবনে।
চারিদিকের হট্টগোলে, বিরহের বিচিত্র নেশা,
ভালোবাসা আর স্বপ্ন যাপন…শুধুই খেল-তামাশা।
জীবন দেখায় নানান স্বপ্ন ক্লান্ত মানুষের ভিড়ে,
স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে হলে দেখি, গেছে সব ছিঁড়ে।
আলোর সন্ধান পাওয়ার খোঁজে উন্মাদনার পূর্ণতা,
জীবনের তরে ভাঙা নদীর কূলে আশার জীর্ণতা।
এই ভুবনে মানুষের যেন প্রবল অহংকার,
খুনখুনি, দাঙ্গা-হাঙ্গামায় প্রলয়ের ঝংকার।
মানুষজন আজ টাকার লোভে হয়েছে মাতোয়ারা,
টাকার নেশায় করতে যে খুন…পিছুপা হয় না তারা।
এই নেশায় হাবুডুবু খেয়ে ভুলেছে আপনজন,
এ যেন এক অন্য জগৎ, প্রিয়দের বিভাজন।
দিন ফুরোলে মানুষ নয়, যেন হিংস্র পশুর রাজ,
জীবন পাতা খুলতে গিয়ে দেখি মিথ্যার সাজ।
একদিন এই আঁধার কেটে জ্বলবে সত্যের আলো,
পর্দা সরলে মিথ্যার থেকে কাটবে ধোঁয়াশা কালো।
সত্য আর ভালোবাসা দিয়ে করবো ভুবন জয়,
সত্যের সেনানিদের কখনো…হয় না পরাজয়।