স্বপ্নদ্যুতি হৈমন্তী
– রাসেল মন্ডল
(নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত)
অলংকারেতে সজ্জিতা হৈমন্তী,
চক্ষুর মায়ায় গলিয়া যায় ক্লান্তি।
পদধ্বনির কম্পনে মরুপ্রান্তর,
স্বপ্ন-বালুকায় জাগে পুষ্পময় অন্তর।
তাহার কেশের সুবাসে ঝরিয়া পড়ে গন্ধরাজ,
অমল সৌরভে বিলীন ধরার সমগ্র সাজ।
রূপ-চূড়ামণির দীপ্তিও সেখানে ম্লান,
সৌন্দর্যের আলোও হারায় যেখানে সকল প্রাণ।
সেই চাহনিতে প্রস্ফুট হয় নিঃশব্দ পথ,
নীরব ভাষায় বাজে অজানা শপথ।
ফেরানো যায় না দৃষ্টি, চাহি নিরবধি,
সেই নয়নে লুকায় স্বপ্ন-মিশ্র ছবি।
যাহার রূপে জেগে ওঠে নিঝুম ভোর,
মোহন মায়ায় মুছে যায় হৃদয়ের ঘোর।
আলিঙ্গনে থমকিয়া যায় চঞ্চল হৃদয়,
নিঃশ্বাসে মিশে থাকে মুগ্ধতার পরিচয়।
নীরব প্রহরে মিলায় সব স্বপ্নের রেখা,
আলোকছায়ায় ভেসে চলে স্মৃতির দেখা।
অলস পাখির ডানায় মিশে নিঃশ্বাস,
হৈমন্তীর মনে বাজে নিঃশব্দ বিশ্বাস।