• বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Master’s of Book – মাস্টার্স অব বুকস” আসছে আগামী ১৫ নভেম্বর। বাংলার কথা। শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক। Poem: The Watermark of the Heart. ✍️ Poet: Rownoka Afruz Sarkar গল্প: মায়ের হাতের ভাত, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:১৭/১০/২০২৫ কবিতাঃ প্রেম লেখিকাঃ জান্নাতুন_ফেরদৌস । দৈনিক বাংলার কথা। শিরোনাম:“শিক্ষক জাগরণের গান” রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৫/১০/২০২৫ ইনসাফভিত্তিক সমাজ ও বেতন-ভাতা নির্ধারণের গুরুত্ব, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:১৫/১০/২০২৫ শিরোনাম:শিক্ষকের বাজেট রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৫/১০/২০২৫

//দাদুর ঘর//

মো: আব্দুল মতিন / ২০ বার পড়া হয়েছে
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দাদুর ঘর

🌺 আব্দুল মতিন 🌺

কপালে তাহার মাটির তিলক আঁকা,
বাহারি রঙে – রয়েছে বঙ্গে,
দেখিবে চেয়ে-চেয়ে;
দাদুর ঘড়টি দাঁড়িয়ে রয়েছে একা।

তারই মাঝে হায়, বড়ো অসহায়,
সাদা শাড়ি-কাপড়ে ঢঙে—
রয়েছে একা বসে,
তাহারি প্রেয়সী আজও প্রতিক্ষায়।

কতো করে সাধি, আমি অপরাধী;
নতুন ঘর করে দিমু তরে,
উঠতে নতুন ফ্ল্যাটে—
শতবার বলিয়া আমি হইনু উপদ্রবী।

জল ছলছল নয়ন রচিয়া,
ঠকঠক করি ছুরি খান কাঁপিয়া,
আকড়ি ধরি ঘড়ি, লাঠি-ছড়ি—
রয়েছে উঠোনে পরি।

কাঁদিয়া কাঁদিয়া কহে অভাগী—
“যতোদিন রবো তব সঙ্গে,
তাহার এ মাটির ঘরে—
আমারে রাখিস দাদু!

এই মাটির পরসে তার
আমি ছোঁয়া পাই,
গন্ধ রয়েছে তাতে—
তোর দাদুর হাতের…”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন