দাদুর ঘর
🌺 আব্দুল মতিন 🌺
কপালে তাহার মাটির তিলক আঁকা,
বাহারি রঙে – রয়েছে বঙ্গে,
দেখিবে চেয়ে-চেয়ে;
দাদুর ঘড়টি দাঁড়িয়ে রয়েছে একা।
তারই মাঝে হায়, বড়ো অসহায়,
সাদা শাড়ি-কাপড়ে ঢঙে—
রয়েছে একা বসে,
তাহারি প্রেয়সী আজও প্রতিক্ষায়।
কতো করে সাধি, আমি অপরাধী;
নতুন ঘর করে দিমু তরে,
উঠতে নতুন ফ্ল্যাটে—
শতবার বলিয়া আমি হইনু উপদ্রবী।
জল ছলছল নয়ন রচিয়া,
ঠকঠক করি ছুরি খান কাঁপিয়া,
আকড়ি ধরি ঘড়ি, লাঠি-ছড়ি—
রয়েছে উঠোনে পরি।
কাঁদিয়া কাঁদিয়া কহে অভাগী—
“যতোদিন রবো তব সঙ্গে,
তাহার এ মাটির ঘরে—
আমারে রাখিস দাদু!
এই মাটির পরসে তার
আমি ছোঁয়া পাই,
গন্ধ রয়েছে তাতে—
তোর দাদুর হাতের…”