মানব ধরম ভবের পরম
জীবন চরম সত্য,
মনন মরম শখের খড়ম
শরম-ভরম তথ্য।
আসুক শমন খবর গমন
জগত জনম দৈত্য,
জীবন এমন সময় ভ্রমণ
অসুখ দমন পথ্য।
যেমন বড়াই তেমন লড়াই
মানুষ গড়াই গণ্য,
উনুন ধড়াই কড়াই চড়াই
খুশবু ছড়াই পণ্য।
জমির বালাই ঔষধ চালাই
ফসল ফালাই লাস্য,
চামড়া ছালাই গোস্ত টালাই
হাসির ঝালাই ভাষ্য।
গায়ের কানাই নৌকা বানাই
ঘাটের টানাই বান্ধা,
ঢোলক সানাই বাদ্য জানাই
নদীর মানাই আন্ধা।
#. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল – 01825028026