প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৭:০৭ এ.এম
জিন্দ লাশ ==✍️রোজিনা খাতুন

আমার জিন্দা লাশের কি দাম
আছে জগৎ সংসারে,
কাফন ছাড়া হয়রে দাফন
শূন্যের এই মাজারে।
মন পঁচে যায় গন্ধ ছড়ায়
কেউকি তা মানে,
দেহের মরন হয়না তবু
মরে প্রতি জনে।
আট কুঠুরি নয় দরজা
আত্মার সাথে সন্ধি,
শেকল ছাড়া মন পাগলা
দেহের মাঝে বন্দি।
চোখে নাইরে জ্যোতি আমার
অন্তর চক্ষু খোলা,
নিরব নিশি মরি ধুঁকে
ওরে মন ভোলা।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।
সাগরিকা প্রকাশনী কতৃক সংরক্ষিত