কবিতা:প্রশিক্ষিত কুকুর
রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:৩/০৯/২০২৫
শৃঙ্খলার বাঁধনে গড়া তার চলা,
স্বভাবেতে নরম, তবু দৃষ্টি প্রখর,
প্রভুর ইশারায় সে করে বলা,
রাত্রি-প্রহরী, কিংবা শিকারি গর্বর।
শত্রু এলে দ্বারে সে দাঁড়ায় কঠোর,
মিত্র এলে হাসে লেজ নাড়িয়া,
তার বিশ্বস্ততায় জ্বলে দীপ্ত ঘর,
নিঃশর্ত ভালোবাসা ছড়ায় গলিয়া।
বাহবা মেলে যেই দক্ষতায় তার,
নাচে, খেলে, শেখে অনন্ত রীতি,
প্রাণের ভিতরে নেই কপটতার ভার,
সাধুতার ছাপ দেয় অশেষ প্রীতি।
মানুষ শিখুক এ অনুগত ধারা,
প্রেমে মেলে সুখ, শান্তির সারা।