শাফায়াতের শাহানশাহ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
শা-ফা-য়া-তে’র শা-হান শাহী
আল্লাহ দিলো যাঁকে,
শেষ বিদায় লই যেতেই হলো
মাটির বুকে তাঁকে।
কুল-কা-য়ে-নাত আরশ কুর্ছি
যাঁর নূরে সব সৃষ্টি,
তাঁর উছিলায় আদম হাওয়ায়
পেলো জগৎ কৃষ্টি।
তাঁর পাক্ নূরের ছায়ায় মিলে
নিখিলের সব শান্তি,
খোদার মকবুল বান্দা কাটায়
ঘোর আঁধারি ভ্রান্তি।
তিনিই মোদের পান করাবেন
কাউছারের ঐ পানি,
তাঁর শাফায়াত বেহেশত লাভ
আমরা সবাই মানি।
উম্মতের হোক দু’কূল উদ্ধার
মদিনা শেষ আশ্রয়,
মেরাজের ঐ নামাজ আদায়
উম্মত পাবে প্রশ্রয়।
#. তিনচৌদিয়া, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল – 01825028026