সিলেট: জীবিকার তাগিদে গান গেয়ে উপার্জন করছিলেন এক অন্ধ শিল্পী। কিন্তু ট্রেনে গান গাওয়ার 'অপরাধে' ভরা ট্রেনের যাত্রীদের সামনেই প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার হলেন তিনি। গত শুক্রবার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেসে এই অমানবিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই শিল্পী শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত নিয়মিত বেহালা বাজিয়ে গান শোনাতেন। তার গান শুনে যাত্রীরা খুশি হয়ে যে অর্থ দিতেন, তা দিয়েই চলতো তার সংসার। কিন্তু ঘটনার দিন, এক যাত্রী বিনা প্ররোচনায় তাকে প্রথমে গালে চড় মারেন এবং পরে গলা টিপে ধরেন।
ঘটনার সময় ধারণ করা একটি ছবিতে দেখা যায়, মুখে লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি ওই শিল্পীর ওপর চড়াও হয়েছেন। ছবিতে নির্যাতনের শিকার শিল্পীর অসহায় মুখচ্ছবি ফুটে উঠেছে, যা দেখে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ট্রেনের ভেতরে অন্য যাত্রীরা উপস্থিত থাকলেও, তাৎক্ষণিকভাবে কেউ ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেছেন কিনা, তা স্পষ্ট নয়।
এই ঘটনা দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন প্রতিবন্ধী মানুষ যদি গান গেয়ে জীবিকা নির্বাহ করতে গিয়েও এমন নির্যাতনের শিকার হন, তাহলে সমাজে মানুষের নিরাপত্তা কোথায়? নিজের অপছন্দ হলেই অন্যের জীবিকার উপর আঘাত করার এই অধিকার কে দিয়েছে?
যেদেশে কবরের মৃত মানুষেরাও সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হয়, সেখানে জীবিত মানুষের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে, যেখানে একজন সামান্য শিল্পী গান গাওয়ার কারণে হেনস্তার শিকার হন। এই ঘটনা আমাদের সমাজের মানবিক মূল্যবোধের অবক্ষয়কেই সামনে নিয়ে এসেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন মহল।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।