কে আসিবে ভোর হলে
মহান অতিথি,
দোর খুলে ভস্ম আমি
কেমন সে বিধি।
কারে আমি লুকায় রেখেছি
শ্রদ্ধার গহবরে,
মিথ্যা সব জগৎ দেহি
সার্থের সংসারের।
আমার চেনা বকুল গাছটা
মড়ে গেছে সেই কবে,
আপন বলি আপনার কাছে
আপন কি তুমি ভবে।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।