রঙিলা মন
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রঙিলা মন রঙিন ভবে
মন রাঙিয়ে চলে,
জীবনখানি সুখের হবে
আপন মনে বলে।
সু-বসন্তের জীবন গড়ে
মন খুশিতে রবে,
সুখী জীবন গড়ে উঠবে
মন মোহনা হবে।
ভব পাড়ের পথিক খুঁজে
মনের পোষা আশা,
স্বপ্নের স্মৃতি স্মারক হয়ে
সুখী জীবন খাসা।
মায়া মোহের মনের আশা
স্বপ্ন জাগায় বুকে,
স্বপ্নের ঘোরে ডুবে কেমন
রঙিন মোহে ঝুঁকে।
জীবন পাশে দুঃখ কষ্টের
কালিমা থাক দূরে,
মন মাতানো রঙিলা স্বাদ
মনো বীণার সুরে।
#. রাঙ্গুনিয়া চট্টগ্রাম বাংলাদেশ
মোবাইল — 01825028026