ঝিম্ কড়-কড়াৎ
সেই কখন কেটেছে রাত,
তবুও আঁধার বাহিরে আজ
বাদল দিনের সাজ।
ওই বুঝি ঝেঁপে এলো
খুকুমণি কোথা গেল?
পুতুলের বিয়ে হয়নি কো সারা
বর বুঝি ভিজে গেল!
কাগজের নাওখানি
উঠানে ছেড়েছি আমি,
জলের ফোঁটায় ডুবল নাও
হাঁটু পরিমান পানি।
আর কত বর্ষীবে
দেয়া খান খান হবে,
একটু পরেই পুস্তক হাতে
খুকু ইস্কুলে যাবে।
সারা পথ কাদা কাদা
এগিয়ে এলেন দাদা,
ছাতা মাথায় চলল দুজন
পাশে খড়ের গাদা।