লেখক তৌফিক সুলতানের নতুন গ্রন্থে জ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ নভেম্বর ২০২৫ প্রকাশিত হতে যাচ্ছে লেখক, শিক্ষক ও সমাজকর্মী তৌফিক সুলতান-এর নতুন গ্রন্থ “Master’s of Book – মাস্টার্স অব বুকস”। বইটি প্রকাশ করছে সাগরিকা প্রকাশনী। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রি-অর্ডার সংস্করণ হিসেবে পাওয়া যাবে, তবে বিশেষ কোনো কারণে প্রকাশের তারিখ পরিবর্তনও হতে পারে।
বইয়ের ধরন ও বিষয়বস্তু:
বইটি Admission, Recruitment & Preparation Exams: Miscellaneous ঘরানার। এতে পরীক্ষার প্রস্তুতি, জ্ঞানচর্চা, নৈতিকতা ও আত্মউন্নয়ন বিষয়ে পাঠকদের জন্য সহজ, প্রাঞ্জল ও কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রন্থটি দ্বিভাষিক—বাংলা ও ইংরেজি—এবং মোট ৮০ পৃষ্ঠার।
লেখক পরিচিতি:
তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল করিম ও মাতা ফাতেমা বেগম। ছোটবেলা থেকেই সাহিত্য, জ্ঞান ও কল্যাণমূলক কাজে অনুরাগী এই লেখক সততা ও ন্যায়ের মাধ্যমে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি ২০১৯ সালে “ওয়েল্ফশন মানবকল্যাণ সংঘ” প্রতিষ্ঠা করেন এবং ২০২২ সালে “ওয়েল্ফশন সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী কল্যাণকামী দলের উন্মুক্ত লাইব্রেরী” গড়ে তোলেন। বর্তমানে তিনি ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বি.জে.এস.এম মডেল কলেজ)-এর প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েল্ফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
লেখালেখি ও অবদান:
তৌফিক সুলতানের লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে দৈনিক কালবেলা, ইত্তেফাক, সমকাল, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, প্রথম আলো, এবং অন্যান্য জাতীয় দৈনিকে। পাশাপাশি সময় টিভি, বাংলাভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও তাঁর চিন্তাধারা স্থান পেয়েছে।
তাঁর লেখায় প্রতিফলিত হয় জ্ঞানের গভীরতা, মানবিক মূল্যবোধ, ইসলামী নৈতিকতা ও আত্মমর্যাদাবোধ। তিনি বিশ্বাস করেন—
> “একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে।
প্রফেসর ড. মোহাম্মদ রিয়াদ বইটি সম্পর্কে বলেন—
> “Master’s of Book – মাস্টার্স অব বুকস বইটি তৌফিক সুলতান স্যারের অসামান্য চিন্তাধারা ও লেখনীর এক উজ্জ্বল প্রতিফলন, যা পাঠককে জ্ঞানের নতুন দিগন্তে নিয়ে যাবে।”
তথ্যসূত্র ও অনুসন্ধান:
তৌফিক সুলতান স্যারের লেখা পড়তে ও জানতে গুগলে সার্চ করুন
“লেখক তৌফিক সুলতান স্যার”, “Towfiq Sultan Sir”, “Writer Towfiq Sir”, “Al Towfiqi”, “তৌফিক স্যার” ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করে।
প্রকাশক: সাগরিকা প্রকাশনী
প্রকাশকাল: ১৫ নভেম্বর ২০২৫
লেখক: তৌফিক সুলতান
Edition: ১ম সংস্করণ
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।