প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৭:৪০ এ.এম
কবিতা- বেস্ট ফ্রেন্ড -কবি-সাকিলা ইসলাম

বেস্ট ফ্রেন্ড তো সে
যার হাত ধরে হেঁটে চলা যায়,
রেললাইন পেরিয়ে, ভয় ভুলে,
দু’জনে মিলে আকাশ ছোঁয়ার চেষ্টায়।
যার কাঁধে মাথা রাখলে
মনটা যেন হালকা হয়,
যাকে ফোন দিয়ে রাগ ঝাড়া যায়,
আবার কান্না জড়ানো কথায় হৃদয় ভরে যায়।
বেস্ট ফ্রেন্ড পাশে থাকলে
লোক বলে — “ভাই, বউকে কেয়ার করেন খুব!”
আসলে সে তো প্রাণেরই টুকরো,
দু’চোখে যার আছে বন্ধুত্বের রুপ।
মেলায় নিয়ে যায় সে,
হাত ধরে সার্কাস খেলা দেখে,
নৌকায় ভাসায় সপ্নগুলো,
হাওয়ার টানে গল্পের মতো বয়ে চলে।
চোখ বন্ধ করেও হেঁটে চলা যায়,
কারণ সে পাশে থাকে নির্ভরতায়,
হাসির ছলে ভাগ করে দুঃখ,
বেস্ট ফ্রেন্ড তো এমনই এক সুখ।
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।
সাগরিকা প্রকাশনী কতৃক সংরক্ষিত