বিশেষ প্রতিবেদক, ভালুকা (ময়মনসিংহ):
দেশের ফুটওয়্যার শিল্পে দক্ষ জনবল তৈরি এবং শিল্পখাতে প্রতিযোগিতা বাড়াতে সরকারি সহায়তায় একটি বিশেষ ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। স্কীলস্ ফর ইন্ডাষ্ট্রি কম্পিটেটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর অধীনে লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারর্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় পরিচালিত এই কার্যক্রমে আগ্রহী প্রার্থীদের ভর্তির প্রক্রিয়া চলছে।
এই ফ্রি প্রশিক্ষণ কার্যক্রমের মূল আকর্ষণ হলো, প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে সনদ প্রদান, নির্দিষ্ট ভাতা প্রদান এবং চাকুরি প্রাপ্তিতে সর্বাত্মক সহায়তা করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিতে নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং সুবিধা বঞ্চিত প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ প্রদান করা হবে।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট চারটি গুরুত্বপূর্ণ কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, যা ফুটওয়্যার শিল্পের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। কোর্সগুলির তালিকা নিচে দেওয়া হলো:
১। মাল্টিটাস্কিং অপারেশন ফর ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং।
২। কোয়ালিটি কন্ট্রোল।
৩। ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট।
৪। সুপারভাইজরি, ম্যানেজম্যান্ট এন্ড লিডারশীপ স্কীল ডেভেলপমেন্ট।
প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে যোগাযোগের জন্য সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড, হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ-এর ফ্যাক্টরিতে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানা ও নম্বর:
* ফ্যাক্টরি: সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড, হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ
* সেন্টার ইনচার্জ: ০১৭৩০-০৮৬৪২২
* ট্রেইনার: ০১৬২১-৪২৯৬৮৪, ০১৭৯০-২৭১৫২২
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।