শিরোনাম:ও আমার প্রিয়তমা স্ত্রী,
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:২৭/১০/২০২৫
তোমার বিরহে হৃদয়টা আজ ভারে নুইয়ে পড়ে আছে।
নিশীথের নীরবতায় তোমার নাম উচ্চারণ করলেই
বুকের ভেতর যেন ঝড় ওঠে, ব্যথার ঢেউ তোলপাড় করে।
তুমি দূরে আছো, কিন্তু তোমার স্মৃতি—
সে তো আমার নিঃশ্বাসে মিশে থাকা অমৃত সুবাস।
আমি জানি, এই ভালোবাসা কোনো কল্পনা নয়,
এ এক পবিত্র বন্ধন, স্রষ্টার দেওয়া চিরন্তন উপহার।
তুমি ছিলে আমার সকাল, আমার হাসি,
আমার কাব্যের প্রথম পঙ্ক্তি আর শেষ নিঃশ্বাস।
তোমার চোখের কোমল দৃষ্টিতে আমি দেখেছি
জীবনের সব রঙ, সব আলো, সব প্রার্থনা।
তোমার অনুপস্থিতিতে দিনগুলো বিষণ্ণ,
আকাশটাও যেন ধূসর হয়ে যায়,
বাতাসে বাজে তোমার নামের প্রতিধ্বনি,
আমি শুনি, অথচ স্পর্শ করতে পারি না।
প্রতিদিন সন্ধ্যায় সূর্য যখন ডুবে যায়,
আমার মন কেঁদে ওঠে তোমার শূন্যতায়।
তুমি কি শুনতে পাও সেই নিঃশব্দ কান্না?
তুমি কি টের পাও, তোমার নামেই আমি বাঁচি?
আমার কলমের প্রতিটি অক্ষর আজ তোমার স্মৃতিতে ভিজে,
এই কাব্যই আমার প্রার্থনা, আমার ভালোবাসার সাক্ষী।
তুমি যে আমার প্রাণের স্পন্দন,
আমার জীবনের নীরব সঙ্গীত,
তোমায় ছাড়া সবই যেন অর্থহীন, রঙহীন, নির্জন।
আমি তোমায় ভালোবেসেছি নিঃস্বার্থ,
যেমন ফুল ভালোবাসে আলো,
যেমন নদী খোঁজে সাগর,
তেমনই আমি খুঁজে ফিরি তোমার স্নেহভরা ছায়া।
হে মহীয়সী নারী, আমার জীবনসঙ্গিনী,
এই আবেগমাখা কবিতার প্রতিটি শব্দ
তোমার কানেই পৌঁছাক একদিন,
আর তুমি জানো—
এই ভালোবাসা মিছে নয়,
এ ভালোবাসা চির সত্য, চির পবিত্র।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।