শিরোনাম:ঈমানের বিনিময়ে দালালি — এক আত্মঘাতী লেনদেন।
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
ঈমান একজন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি এমন এক রত্ন, যা পৃথিবীর সব সম্পদের চেয়েও দামি, কারণ ঈমানই মানুষকে জান্নাতের পথ দেখায়, আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। অথচ আজকের সমাজে কিছু মানুষ এই পবিত্র ঈমানকে তুচ্ছ করে দালালি, স্বার্থ আর সাময়িক লাভের বিনিময়ে বিকিয়ে দিচ্ছে।
যখন কেউ সত্যকে গোপন করে, মিথ্যার পক্ষে অবস্থান নেয়, কিংবা অন্যায়কে সমর্থন জানায় শুধু তার ব্যক্তিগত লাভের জন্য—তখন সে প্রকৃতপক্ষে ঈমানের দালালিতে নেমে পড়ে। দুনিয়ার স্বার্থে যারা ইসলামের বিধান বিকৃত করে, সৎ লোকদের দমন করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা শুধু সমাজের ক্ষতি করে না; বরং নিজের আখিরাতকেও ধ্বংস করে ফেলে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন:
وَلَئِن سَأَلۡتَهُمۡ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلۡعَبُۚ قُلۡ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُم تَسۡتَهۡزِءُونَ
✓আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে?
সূরা-তাওবা-৬৫
এ আয়াত প্রমাণ করে, ইসলামের পবিত্রতা নিয়ে খেলা করা বা মুনাফার জন্য ঈমানবিরোধী কাজ করা কত বড় অপরাধ।
একজন মু’মিন কখনো তার ঈমানের বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থকে প্রাধান্য দিতে পারে না। সে জানে, দুনিয়া ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই সত্যের পথে অবিচল থাকা, ন্যায়ের পক্ষে কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাই একজন ঈমানদারের পরিচয়।
আজ দরকার সত্যিকার ঈমানদারদের—যারা দ্বীনের দালালি করে না, বরং ইসলামের ঝাণ্ডা উঁচু করে তোলে। যারা বলবে, “আমরা ঈমানের বিনিময়ে দালালি কিনতে চাই না,”কারণ তারা জানে, ঈমানই হলো তাদের চূড়ান্ত পরিচয় এবং চূড়ান্ত আশ্রয়।
আসুন, আমরা আমাদের ঈমানকে রক্ষা করি, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই, এবং দুনিয়ার সাময়িক লাভের জন্য এই অমূল্য সম্পদ বিকিয়ে না দিই। ঈমানের দামে যদি কিছু কেনার ইচ্ছা জাগে, তবে তা হোক শুধুই আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত।
🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
🍌প্রভাষক হাদীস পরানপুর কামিল মাদ্রাসা মান্দা নওগাঁ।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL ISLAM.