কবিতা:অহংকারের শেষ কোথায়?
মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼
তারিখ:২২/০৭/২০২৫
পাহাড় যে গর্জে ওঠে, চিরদিন কি থাকে তেমনি?
ধসে পড়ে নিমিষে, মাটির বুকে ঝরে ক্ষীণস্বপ্নে যেন দিন-রাত এমনি।
নদী যে কোল বেয়ে চলে, টলমল স্বর্ণ স্রোতে—
তবু শুকায়, হারায় প্রাণ, মরুভূমির নিষ্ঠুর চিৎকারে নত হয়ে রোতে।
প্রাসাদ গড়ে রাজারা, অট্টালিকার শত শিখরে,
কিন্তু ইতিহাস গিলে ফেলে—ভেঙে পড়ে ধূলির মিছরে।
সিংহাসনে যে বসে আজ, কাল হয়ত নেই নাম!
সময় বলে, “আমি কারো না, মুছে দিই সব অভিমান।”
তাই করো না অহংকার, শক্তির কি সত্যি বাহাদুরি?
ধ্বংস ডেকে আসে চুপিসারে, গর্বে বাঁধে কান্নার নদী।
যে চাঁদ আলো দেয় রাত্রি ভরে, ঢেকে যায় সে মেঘের কুয়াশায়,
মাটির মানুষ ভুলে যায়, “আমি” শব্দে নিজের ছায়া।
হে মানব, ভেবে দেখো—পাহাড়েরও পতন হয়,
নদীরও নীর থেমে যায়, সাগরেও পড়ে ক্ষয়।
প্রাসাদ গড়ে লাভ কি, যদি অন্তরে অহংকার জ্বলে?
আত্মা যখন নত না হয়, তখনই সে ধ্বংসে চলে।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.