গল্প: মুরগি ও শিয়ালের চালাকি
এক শান্ত গ্রামের পাশে এক বিশাল খোলা মাঠ ছিল। সেই মাঠে চরতো এক মোটা-সোঁটা মুরগি, যার নাম ছিল লালু। লালুর একটাই চিন্তা—কেমন করে আরও ভালো আর সুস্বাদু খাবার জোগাড় করা যায়। তার চোখে ছিল সব সময় ভালো খাবারের জন্য এক গভীর লোভ।
একদিন লালু মাঠের কোণে একটা পুরনো কুঁড়েঘরের দিকে হাঁসফাঁস করে যাচ্ছিল। সে আশা করছিল, হয়তো সেখানে ফেলে দেওয়া ভুট্টা বা শস্যদানা পাবে। তাকে একা পেয়ে সেই সুযোগের সন্ধানে থাকা এক ধূর্ত শিয়াল, যার নাম ফক্স, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো।
ফক্স জানত, লালুকে ভয় দেখিয়ে ধরা যাবে না, কারণ লালুর দৌড়ানোর গতি ছিল খুব বেশি। তাই সে চালাকির আশ্রয় নিল।
ফক্স মিষ্টি সুরে বলল, "আরে! লালু ভাই না? শুনেছি তুমি নাকি এই গ্রামের সেরা নাচতে পারা মুরগি! তোমার নাচ একবার দেখলে নাকি মন ভরে যায়। একবার তোমার বিখ্যাত শস্যদানা খোঁজার নাচটা দেখাও না, প্লিজ!"
লালু এমন প্রশংসা শুনে আর ধরে রাখতে পারল না। তার বুকটা অহংকারে ফুলে উঠল। সে মনে মনে ভাবল, "আহা! আমার নাচের খ্যাতি এত দূর পৌঁছে গেছে! শিয়ালটাও তো দেখছি আমার ভক্ত!"
প্রশংসায় গলে গিয়ে লালু নাচতে শুরু করল। সে খাবারের লোভ ভুলে, শিয়ালকে মুগ্ধ করার অহংকারে মেতে, দু'পা তুলে জোরে জোরে মাটিতে ঠোকর মারতে লাগল। সে যখন নাচের ঘোরে প্রায় চোখ বন্ধ করে ফেলেছে, ঠিক তখনই ফক্স এক লাফে লালুকে ধরে ফেলল।
ধরা পড়ে লালু ছটফট করতে করতে বলল, "এ কী করলে! তুমি না আমার ভক্ত?"
শিয়াল দাঁত বার করে হেসে বলল, "ভক্ত আমি অবশ্যই, কিন্তু তার চেয়েও বেশি আমি ক্ষুধার্ত। তুমি যদি ভালো খাবারের লোভে আর মিথ্যে প্রশংসায় অহংকারী না হতে, তবে এই ফাঁদে পড়তে না। ভালো নাচিয়ে হলেও তোমার মনোযোগ ছিল না। এখন তুমিই আমার খাবার।"
শিক্ষা: অতিরিক্ত লোভ আর অহংকার মানুষকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে এবং সর্বদা ক্ষতির কারণ হয়।
গল্পটি কেমন লাগল? কমেন্ট করতে ভুলবেন না।
✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
🪷প্রভাষক হাদীস পরানপুর কামিল মাদ্রাসা মান্দা নওগাঁ।
তারিখ:১৩/১১/২০২৩
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL ISLAM.
প্রকাশকঃ সবুজ হুসাইন।
সম্পাদকঃ মোঃ ইমদাদুল হক নয়ন।