কবিতা: সময়মতো বিবাহ
রচনাঃমাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১/১১/২৩
কন্যার বয়স পেরিয়ে যায়, ঘড়ি তো থেমে না,
অভিভাবক বসে থাকে, বিয়েত দেয় না।
চোখে যেন মোহের চশমা, দেখে না সত্য কথা,
চরিত্র গড়ে স্বর্ণ মেয়ে, তার নেই যেন দামকথা।
সমাজ বলে “বিয়ের সময়”, তারা শোনে না বাণী,
পরে যখন বিপদ আসে, তখন শুধু হাহাকারি।
চোখে জল, মুখে দুঃখ, কপাল কেনো পোড়ে?
সময়মতো সিদ্ধান্ত নিলে, এমন ব্যথা না গড়ে।
হায়! আজ কন্যারা কাঁদে, গোপনে অশ্রু ঝরে,
তারা চায় নিরাপত্তা, ভালোবাসা ঘরের কোণে।
ক্যারিয়ারের নামে আটকে রাখো, জীবন তাও চায় সাথী,
মানসিক ভার টেনে নিয়ে, মুছে ফেলে স্বপ্নের পাঠি।
চরিত্র দেখে না কেউ আজ, চায় গাড়ি-ঘর, চাকরি,
দীন-ধর্মে হোক সে পাকা, তার যেনো নেই কদরই।
এমন সমাজ চাই না আর, বিবেক জাগো সবাই,
আদর্শ কন্যা দাও সম্মান, কোরো না অবহেলা ভাই।
সময় গেলে সাধন হবে না, থাকবে শুধু আফসোস,
এখনো সময় বাকি আছে, করো না আরও ভুল কিছু।
হোক সময়মতো বিবাহ, থাকুক শান্তির ঘর,
কন্যা যেনো হাসে জীবনভর, থাকুক না চোখে ঝর।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.