কবিতা: রাসূলের দিদার শুধু ইমানদারের
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:৪/১১/২০২৫
বেঈমান যে হবে ভাই, সে তো অন্ধ আঁধারে,
রাসূলের দিদার পাবেনা, থাকুক যত বাহারে।
ইমানহীন হৃদয়েতে, জ্যোতির আলো জ্বলে না,
যার হৃদয়ে নবী নেই, সে রাসূলের পথেও চলে না।
সীরাত যার পাথেয় নয়, দুনিয়ায় মিছে জয়,
আখিরাতে সে হারবে ভাই, পাবে শুধু ভয়।
নবীর প্রেমে যে পাগল, তবেই তারে চিনে,
বেঈমান তো গোমরাহ, আঁধারেই দিন গুনে।
ইমানদার যে সেজেছে, নবীর রাহে চলে,
সেই তো জান্নাতে গিয়ে, দিদার পাবে খোলে।
আখেরাতে সেই মুখ হাসবে, রওজা পাবে চিনি,
যে জগতের হায়াতে, করলো রাসূল চিন।
তাই বলি আজ সবাইকে, ইমান ঠিক রাখো,
রাসূলের প্রেমে হৃদয় ভরাও, দ্বীনের পথে হাঁটো।
বেঈমানের ঠাঁই নেই ভাই, রওজা তো পবিত্র,
চলো আমরা রাসূল প্রেমে, হইনা আর বিভ্রান্ত।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.