• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
✍️শিরোনাম: মিথ্যার আগুন ও সত্যের আলো (গ্রামীন জীবনের ভুল বোঝাবুঝি ও সহীহ হাদীসের শিক্ষাভিত্তিক গল্প), রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ 💐পূর্ব পাড়ার মানতুর ছাগল খামার: এক স্বপ্নের উত্থান। ✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺তারিখ:২০/১০/২০২৫ শিরোনাম:ইব্রাহিম খায়ের সোহাগ মাখা বলদ পালন।, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ কবিতা- বেস্ট ফ্রেন্ড -কবি-সাকিলা ইসলাম 🖋️ সনেট: চুলকানির বাম আর নারীনাম🙆 মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼 প্রভাষক: আরবি বলদিআটা ফাজিল স্নাতক মাদ্রাসা। শিরোনাম: মানসিক শান্তি*  *রচনাঃ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৩/১০/২০২৫ Master’s of Book – মাস্টার্স অব বুকস” আসছে আগামী ১৫ নভেম্বর। বাংলার কথা। শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক।

পরিচিতিঃ- জেবুন্নেছা জেবু । বাংলার কথা।

Reporter Name / ৬৮ বার পড়া হয়েছে
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

পরিচিতিঃ-

জেবুন্নেছা জেবু 

কবি, গল্পকার ও উপন‍্যাসিক।

জন্ম তারিখ- ২রা জুলাই,

জন্মস্থান- চট্টগ্রাম শহর , বাংলাদেশ।

শৈশব, বেড়ে উঠা ও পড়াশুনা চট্টগ্রাম শহরেই।

এম, এ (বাংলা)।

 

সাহিত্য র্চচা:

বাংলা ও ইংরেজি সাহিত্যে

কবিতা/ গল্প /উপন‍্যাস /

 

 

অনলাইন সাহিত্যে ওয়াল্ড রাইটস প্লাটফর্ম wattpad ও ভারতীয় “প্রতিলিপি বাংলায় কবিতা, গল্প, উপন‍্যাস প্রকাশ ও সমসাময়িক বিষয় নিয়ে পত্র পত্রিকায় নিয়মিত লিখার চেষ্টা অব‍্যাহত আছে।

 

অসংখ্য যৌথ কবিতা গ্রন্থ

ছাড়াও আমার একক প্রকাশিত গ্রন্থ সমূহ:-

 

🌺 ( রকমারীতে অর্ডার করলেই পাওয়া যাবে) এছাড়া উচ্ছ্বাস প্রকাশনী ও ইনবক্সে অর্ডার করলেই পাবেন।

 

📕১| মনের আড়ালে মন ”

মুটিভেশনাল গ্রন্থ -২০২১ইং

 

📕২| গল্পগ্রন্থ- মনের তৃষ্ণা ২০২২ইং

 

📕৩| গল্পগ্রন্থ- তাসের ঘর ২০২৩ ইং

 

📕৪| উপন‍্যাস- মায়াবৃত্ত ২০২৪ইং

 

📕৫। বাংলা ভাষা ও দেশপ্রেম ২০২৪ ইং

 

📕৬। The formula of love-Novel 2025

 

বাংলা ও ইংরেজী সাহিত্যে অনলাইন সাংগঠনিক কাজে জড়িত ও প্রায় ত্রিশটি বাংলা সাহিত‍্য পরিষদ হতে প্রাপ্ত অসংখ্য পুরস্কার অর্জন ও বিদেশী ইংরেজী সাহিত্যে অবদান রাখায় গিনিস ওয়ার্ল্ড রাইটারস হতে অসংখ্য সনদ সহ জাতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পাওয়ার সৌভাগ‍্য হয়েছে।

 

বাংলা সাহিত্য‍ে গ্রুপ সমূহ হতে প্রাপ্ত অসংখ্য পুরস্কার সহ কবি জসীমউদ্দীন পদক, কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ পুরস্কার, ভারতীয় নাগেন্দ্র গল্প সাহিত্য পুরস্কার, আন্তর্জাতিক সার্ক সাহিত্য সনদ ও পুরস্কার অর্জন বহু প্রতিষ্ঠান ও সংস্থা থেকে সম্মাননা ও সনদ প্রাপ্তিতে ধন‍্য হয়েছি।

 

💖 প্রিয় শখঃ- দেশভ্রমন। চীন, মালেয়শিয়া, থাইল‍্যান্ড, সৌদিআরব, ইংল‍্যান্ড ও ভারতের বিভিন্ন অঙ্গ রাজ‍্যে অসংখ্য বার ভ্রমনের সুযোগ হয়েছে।

 

এছাড়া রান্না, আবৃত্তি, গান করা, উপস্থাপনা, রান্নায় নতুনত্ব, চিত্র অংকন, ঘর সাজানো নতুন নতুন সৃষ্টিশীলতা আমার শখিনতা।

 

লেখালেখির প্রতি ভালোবাসা শিক্ষা জীবন হতেই, আইন বিষয়ে পড়াশুনা করলেও শেষটা করা হয়ে উঠেনি। বাংলাদেশ মানবাধিকারের আহবায়ক হিসেবে দায়িত্বে আছেন। কিছুদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলাম। সবার ভালোবাসা ও দোয়াই আমার চলার পথের পরম পাওয়া। সবার প্রতি অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা 💐।।

 

বি : দ্র: আমার আগের আই ডি হ‍্যাক অবস্থায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন