কবি শরীফুল ইসলাম হাতিয়ূভী ১৯৯৯ খৃিষ্টাব্দে ৩ এপ্রিল নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া থানা ৬নং চরকিং ইউনিয়নে মাধ্যম শুল্লুকিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ সেলিম উদ্দিন পেশায় কৃষক,এবং মাতা মনোয়ারা বেগমের ৬ ষ্ঠ সন্তান, পেষায় তিনি একজন শিক্ষক , গ্রামবাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তাঁর কবিতায় পল্লিজীবন বেশি উঠে এসেছে।কবির প্রকাশিত কাব্য মায়ের সেবা,ফুরাতের তীর,কার ইশারায়, আমার গাঁ,বৃষ্টির দিনে, রহম করো খোদা,

কবি শরীফুল ইসলাম হাতিয়ূভী